অবশেষে এম এম শাহীন নৌকা পেলেন

কুলাউড়া প্রতিনিধি॥ ক্ষমতাসীন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার ৭ ডিসেম্বর সকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছয় শরিক দলের ১৬ প্রার্থীকে নৌকার চূড়ান্ত মনোনয়ন দিয়েছে চূড়ান্ত মনোনয়নের চিঠি হস্তান্তর করেন। এর মধ্যে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এম এম শাহীন (মৌলভীবাজার-২) কুলাউড়া আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।
এম এম শাহীন নৌকা প্রতীক পাওয়ার খবর নিজ নির্বাচনী এলাকা কুলাউড়ায় প্রচার হলে আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ। নৌকা প্রতীক নিশ্চিত হওয়ার খবর পেয়ে সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহিন বিকেলে সিলেটে হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহ পরান (রঃ) এর মাজার জিয়ারত করেন।
শুক্রবার বিকেলে এম এম শাহীন জানান, রাজনৈতিকভাবে আমি যখন খাদের কিনারে চলে গিয়েছিলাম, তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা প্রতীক তুলে আমাকে যে গুরুদায়িত্ব প্রদান করেছেন ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করে প্রধানমন্ত্রীকে উপহার দিবো ।
মন্তব্য করুন