আদিবাসী কোটা বহালের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

October 11, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গলে আদিবাসী কোটা বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১১ অক্টোবর  সকালে আদিবাসী কোটা সংরক্ষন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শহরের চৌমুহনা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। আদিবাসী কোটা সংরক্ষন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার প্রধান সমন্বয়ক আশীষ দিও এর সভাপতিত্বে ও হেলন হামসে’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আদিবাসী নেতা পংকজ কন্দ, চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পরিমল সিং বাড়াইক, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক শ্যামল দেববর্মা, খাসি সোশ্যাল কাউন্সিলের প্রচার সম্পাদক সাজু মারছিয়াং, আদিবাসী কোটা সংরক্ষন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সচিব তমাল আজিম, শিক্ষার্থী পিন্টু নানোয়ার প্রমুখ।

মানববন্ধনে সরকারি ১ম ও ২য় শ্রেণীর চাকুরীতে আদিবাসী জনগোষ্ঠির জন্য শতকরা ৫ ভাগ আদিবাসী কোটা বহাল রাখার জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com