জুড়ীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মহান বিজয় দিবস (২০১৮) যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গুলশান আরা মিলি। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গির হোসেন সরদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, ইউপি চেয়ারম্যান হাজ্বী মাছুম রেজা, শ্রীকান্ত দাস, সালেহ উদ্দিন আহমেদ, তৈয়বুন্নেছা খামন একাডেমি সরকারি কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা কলেশ চন্দ্র চন্দ মন্টু, উপজেলা দুর্নীতি পতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য জাহাঙ্গির আলম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, কামিনীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী কামাল হোসেন, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী নিউজের নির্বাহী সম্পাদক আল আমিন আহমদ, সাংবাদিক বেলাল হোসাইন প্রমুখ।
মন্তব্য করুন