বড়লেখায় বন প্রহরী উৎকোচে ছেড়ে দিল অবৈধ কাঠভর্তি ট্রাক

April 9, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ২০ হাজার টাকা উৎকোচের বিনিময়ে রাতের আধারে অবৈধ কাঠ ভর্তি একটি ট্রাক বন প্রহরী তোফাজ্জল হোসেন ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা জুড়ে তোলপাড় চলছে।
প্রত্যক্ষদর্শী অভিযোগ সুত্রে জানা গেছে, ৮ এপ্রিল রোববার রাত এগারোটার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির বোবারথল এলাকার রিজার্ভ ফরেস্ট থেকে ট্রাকযোগে লক্ষাধিক টাকা মুল্যের অবৈধ কাঠ পাচার হচ্ছিল। পাচারকারীরা কাঠগুলো বড়লেথা উপজেলা সদরের একটি স-মিলে নিয়ে গেলে বড়লেখা রেঞ্জ অফিসের সদর বন প্রহরী তোফাজ্জেল হোসেন তা আটক করেন। পরে পাচারকারীদের সাথে গোপন রফাদফায় অবৈধ কাঠসহ ট্রাকটি ছেড়ে দেন। সুত্র জানায় অবৈধ কাঠভর্তি ট্রাকের মালিক ফারুক উদ্দিন ও ড্রাইভার ফখরুল ইমলামের মধ্যস্থতায় পাচারকারীর নিকট থেকে বন প্রহরী তোফাজ্জেল হোসেন ২০ হাজার টাকা উৎকোচ নিয়ে অবৈধ কাঠগুলো ছেড়ে দেন।
বন প্রহরী তোফাজ্জেল হোসেন উৎকোচ আদায়ের অভিযোগ অস্বীকার করে জানান, তিনি অবৈধ কাঠভর্তি ট্রাকটি আটক করে স-মিল মালিকের জিম্মায় রেখেছেন। কিন্তু বন অফিসে আটক কাঠের জব্দনামাসহ কোন তথ্য পাওয়া যায়নি।
সংশি¬ষ্ট স-মিল মালিক মখলিছুর রহমান জানান, বনবিভাগের নিকট থেকে তিনি কোন কাঠ জিম্বায় রাখেননি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com