বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা ইসলাম উদ্দিন।
মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক মাসুক আহমদ খানের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আব্দুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ইউএনও মুহাম্মদ সোহেল মাহমুদ, থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসিনুল হক, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, পৌর কাউন্সিলার জেহিন সিদ্দিকী প্রমুখ।
মন্তব্য করুন