রাজনগরে বাল্য বিবাহ নিরোধ ও জাতীয় কন্যা শিশু দিবস পালিত

October 10, 2018,

আউয়াল কালাম বেগ॥ ‘থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত’ এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারের রাজনগরে শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে বাল্য বিবাহ নিরোধ দিবস ও জাতীয় কন্যা শিশু দিবস নিয়ে রাজনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ৯ অক্টোম্বর মঙ্গলবার সকালে রাজনগর সরকারি কলেজের সম্মুখে মৌলভীবাজার-কুলাউড়া সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে কলেজের সভাকক্ষে  রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে এবং অধ্যাপক ওৎু কান্তি গোস্বামীর সঞ্চালনায় উক্ত অলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ মো: জিলাল উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কমকর্তা হোসনে আরা তালুকদার। এছাড়া আরো বক্তব্য রাখেন, রাজনগর সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মারজা খানম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক সৈয়দা লতিফা আক্তার, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com