৪৬ বছর পর রাজনগর মুক্ত দিবস পালিত

December 6, 2017,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে ‘৬ ডিসেম্বর রাজনগর মুক্ত দিবস’ পালিত হয়েছে। দীর্ঘ ৪৬ বছর পর এবারেই প্রথম রাজনগর মুক্ত দিবস পালিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজলো মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহযোগিতায় এই দিবস পালন করা হয়।

৬ ডিসেম্বর বুধবার সকাল ১১টায়  জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে ও কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিমের সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখেন  মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার জামাল উদ্দিন আহমদ,রাজনগর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ আছকির খান, উপজেলা আ’লীগের সাংগটনিক সম্পাদক ফয়ছল আহমদ,ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ, ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষ থেকে মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে রামলাল রাজভর।   সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী। সভায় উপস্থিত ছিলেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রশিদ খান,মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রশিদা জাফর,সাবেক মনসুরনগর ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া,যুবলীগের আহ্বায়ক আব্দুর কাদির ফৌজি,ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু প্রমুখ। এছাড়াও সরকারী/বেসরকারী কর্মচারী, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের  সন্তানরা,সাংবাদিক, আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  

রাজনগর মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভার পূর্বে পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com