অমর একুশে বইমেলায় কমলগঞ্জের সন্তান মোঃ তোফায়েল হোসেনের লেখা কল্পবিজ্ঞানের গল্পের বই “তিয়ানা” বের হয়েছে

February 12, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের সন্তান মোঃ তোফায়েল হোসেনের লেখা কল্পবিজ্ঞানের গল্পের বই “তিয়ানা” বের হয়েছে অমর একুশে বইমেলায়। অমর একুশে বইমেলা ২০১৮ এ জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে পাওয়া যাচ্ছে বইটি।.আজ পৃথিবীতে যা কিছু ঘটছে তার সবটাই আমরা বিজ্ঞানের কল্যাণে নিজ নিজ অবস্থানে থেকে সাথে সাথেই দেখতে পাই। জীবজগৎ হতে শুরু করে টেলিভিশন, স্যাটেলাইট সবকিছু সম্ভব হয়েছে বিজ্ঞান এর মাধ্যমে। সেই সব বিজ্ঞানের কল্পকথা আর চলমান কিছু অব্যাখ্যায়িত ঘটনার সমন্বয়ে কমলগঞ্জের সন্তান লেখক মোঃ তোফায়েল হোসেন “তিয়ানা” নামে একটি কল্পবিজ্ঞানের গল্পের বই লিখেছেন। বইটি অমর একুশে বইমেলায় অংকন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।.

কল্পবিজ্ঞানের দশটি গল্প নিয়ে মলাটবন্দি এই ‘তিয়ানা’। আপনি হন প্রবীন, নবীন, কিশোর-কিশোরী কিংবা শিশু- আপনাকে চমকপ্রদ কিছু ঘটনার সাথে কল্পনায় নিজেকে হারিয়ে দিয়ে বিজ্ঞানময় জগতে ঘুরে আসার আমন্ত্রণ রইল। বইটি সংগ্রহ করে পড়ার জন্য কমলগঞ্জের সবার কাছে বিশেষ অনুরোধ জানানো হলো।

তিয়ানা পরিচিতি: সিম্পাল গ্রহের লেসি গবেষণা কেন্দ্রের সভাকক্ষের বিশেষ সভায় সিদ্ধান্ত হলো- জরুরী ভিত্তিতে পৃথিবীর কোলাহলপূর্ণ জায়গায় বসবাসরত মানুষের শরীরের বিভিন্ন উপাদানের নমুনা সংগ্রহ করা হবে। প্লাজমা রিচার্জ সেন্টারের মেধাবী ছাত্রী তরুণী তিয়ানাকেই প্রথম যেতে হবে পৃথিবীর লোকালয়ে এবং নিয়ে আসতে হবে একজন প্রবীন মানুষের রক্তের নমুনা। সিদ্ধান্ত গ্রহণের চুয়াত্তর ঘণ্টা পরই তিয়ানা একটা এক সিটের ছোট্ট বার্ড নিয়ে রওয়ানা হলো এবং চৈত্রের এক ভোরে পৃথিবীতে অবতরণ করলো। তারপর…কল্পবিজ্ঞানের দশটি গল্প নিয়ে মলাটবন্দি এই ‘তিয়ানা’। আপনি হন প্রবীন, নবীন, কিশোর-কিশোরী কিংবা শিশু- আপনাকে চমকপ্রদ কিছু ঘটনার সাথে কল্পনায় নিজেকে হারিয়ে দিয়ে বিজ্ঞানময় জগতে ঘুরে আসতে আমন্ত্রণ জানাই।

.অমর একুশে বইমেলায়জাতীয় গ্রন্থকেন্দ্রএর স্টলে পাওয়া যাচ্ছে।

লেখক পরিচিতি: মোঃ তোফায়েল হোসেনের জন্ম ১৯৮৪ সালের ২২ জুলাই মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে। স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু। প্রকাশিত উপন্যাস কোকিল ডাকা অরণ্য পাঠকমহলে ব্যাপক সমাদৃত। এছাড়া অসংখ্য সাড়া জাগানো গল্প ও কবিতা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মরত। ২০০৬ সালের ২০ এপ্রিল তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্ত্রী মোছা. রোমেনা আক্তার রোলী। পুত্র মো. ফেরদৌস হাসান ওহী। বিশেষ শখ- গহিন অরণ্যে ঘুরে বেড়ানো। প্রিয় খাবার- আলু ভর্তা আর ডাল। পরবর্তী কল্পবিজ্ঞানের গল্পের বই- ফিলিনা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com