অসহায় মানুষের তরে  নিজেকে বিলিয়ে দিতে হবে——–মাওলানা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

October 3, 2018,

ইমাদ উদ দীন॥ অসহায় নিরীহ গৃহহীন বনি আদমের তরে আমাদেরকে বিলিয়ে দিতে হবে। দেশ,জাতি মানুষ ও মানবতার কল্যাণে আমাদেরকে আরো নিবেদীত হতে হবে। তিনি গৃহহারা মায়ানমারের রোহিঙ্গাদের দু:স্ব মানবেতর জীবন যাপনের স্মৃতিচারণ করে বলেন। রোহিঙ্গাদের স্মৃতিগুলো আমাকে প্রতি নিয়তই কাঁদায়। দু-মুঠো অন্নের জন্য ৮০ বছরের বৃদ্ধাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন। শিশু বাচ্চারতো আর আছেই। কত নদী কত সাগর পাড়ি দিয়ে রক্তে রঞ্চিত হয়ে ওরা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। কত হত্যা কত নির্যাতন তাদের নয়ন সম্মুখে এখনো ভেসে বেড়ায়। স্বামী হারা সন্তান কুলে নিয়ে দু-মুঠো অন্নের জন্য ওরা বুক ফাটা আর্তনাদ চাপা দিয়ে সাহায্যের জন্য লাইনে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোই আহলে বায়তের শিক্ষা। নিজের মা-বাবার দিকে তাকিয়ে সেই স্মৃতিগুলো মনে করে তাদের তরে নিজেকে উজাড় করে দিতে হবে। তিনি আহলে বায়াতের কথা স্মরণ করে বলেন আমরা এজিদকে চাইনা, আমরা আহলে বায়তের মহব্বত চাই। ২ অক্টোবর মঙ্গলবার রাতে পৌর জনমিল কেন্দ্রে শাহজালাল (রহ.)ওয়েলফেয়ার ট্রাস্ট মৌলভীবাজার উদ্যোগে আয়োজিত আহলে বায়াতের মহব্বত বর্তমান প্রেক্ষাপট আমাদের করণীয় শীর্ষক তা’লীমী জলসায় উপরোক্ত ককথাগুলো বলেন।  সংস্থার সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিজ আলাউর রহমান টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সানী ও খন্দকার ওজিউর রহমান আসাদ এর যৌথ পরিচালনায় বয়ান পেশ করেন মাওলানা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী। বক্তব্য রাখেন কেন্দ্রীয় আল ইসলাহ সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা সারওয়ারে জাহান, মৌলভীবাজার জেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মুফতি মাওলানা শামছুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ,সংস্থার উপদেষ্ঠা আলহাজ্ব সিরাজুল ইসলাম সিদ্দিকী, আলহাজ্ব আকিল আহমদ, আলহাজ্ব দিলদার হোসেন, আলহাজ্ব এখলাছুর রহমান, সৈয়দ মুজাম্মিল আলী শরীফ, জেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক এম,এ আলীম, জেলা তালামীয সভাপতি এম,এ জলিল, সাধারণ সম্পাদক কাদির আল হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com