কমলগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

March 15, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৮ পালিত হয়েছে।
১৫ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। অনুষ্ঠানে ভোক্তা অধিকার বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করেন কলেজ ছাত্রলীগের সম্পাদক হাসান আহমেদ, স্যানিটারী ইন্সপেক্টর দুলাল মিয়া, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, এম.এ.ওয়াহিদ রুলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন প্রমুখ। আলোচনা সভায় আলোচকরা ভেজাল ও নি¤œমান সামগ্রীর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com