কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৪৬তম বিজয় দিবস পালিত

December 16, 2017,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন ইউনিয়নের শহীদ মিনার, বধ্যভূমি, বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পতাকা উত্তোলনসহ পুষ্পার্পনের মাধ্যমে ৪৬ তম মহান বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাধ্যমে শনিবার সকাল সাতটায় শমশেরনগর বধ্যভূমি, দেওড়াছড়া বধ্যভূমি, কামুদপুর মুক্তিযোদ্ধাদের কবর ও ধলই সীমান্তে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্পার্পণ করা হয়। পরে কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বেলা ১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মোক্তাদির হোসেন পিপিএম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সহ সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, সাংবাদিক-সমাজসেবক আব্দুল হান্নান চিনু। জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, আনন্দ মোহন সিংহ, নির্মল দাস, কুল চন্দ্র তাঁতী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, উপজেলা ছাত্রলীগ সম্পাদক সাকের আলী সজীব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্পাদক মনজুর আহমদ আজাদ মান্না প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com