কুলাউড়ায় জহিরুল ইসলামের “স্মৃতিতে দার্জিলিং” গ্রন্থের মোড়ক উন্মোচন

April 26, 2018,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ার তরুণ প্রতিভাবান লেখক ও শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলামের রচনায় প্রকাশিত ২য় গ্রন্থ ‘স্মৃতিতে দার্জিলিং’র মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৫ এপ্রিল বুধবার বিকেলে কুলাউড়া শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের হলরুমে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান। স্মৃতিতে দার্জিলিং গ্রন্থের লেখক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং তরুণ সংগঠক ও সংবাদকর্মী মাহফুজ শাকিলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া এম. এ গণি কলেজের প্রভাষক সাবিনা ইয়াসমিন, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, দৈনিক বর্তমান প্রতিনিধি তারেক হাসান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষক গুলশানারা বেগম ও ওয়াকিফ খান। এছাড়া উপস্থিত ছিলেন মানবকণ্ঠের জেলা প্রতিনিধি সেলিম আহমেদ, যুবনেতা ফুয়াদ আলম চৌধুরী, সাপ্তাহিক কুলাউড়ার ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার রাসেল আহমদ, বিশেষ প্রতিনিধি রবি মল্লিক, যুবনেতা সাইফুল ইসলাম রুকনসহ অত্র প্রতিষ্টানের সকল শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।

উল্লেখ্য, স্মৃতিতে দার্জিলিং বইটি পাওয়া যাবে কুলাউড়া দক্ষিণবাজারের মসজিদ মার্কেটেস্থ ন্যাশনাল লাইব্রেরীতে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com