কুলাউড়ায় সিঙ্গারায় টিকটিকি

February 9, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ার উপজেলার হোটেল রেস্তোরাগুলোতে পঁচা ও বাসী খাবার বিক্রি করার অভিযোগ ম্যালা দিনের।

৯ ফেব্রুয়ারী শনিবার দুপুরে উপজেলার ব্রাহ্মণবাজারের বৈশাখী রেষ্টুরেন্টে এক ব্যক্তি সিঙ্গারা খাবার সময় সিঙ্গরার ভেতরে সেদ্ধ করা আস্ত একটি টিকটিকি দেখতে পান। খবরটি মুহুর্তেই চাউর হলে উপজেলা প্রশাসন বাজারের ঐ হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করে নোংরা পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে ২ জনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ জানান, ব্রাহ্মনবাজারের হোটেল-রেস্তোরায় নোংরা পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের গোপন সংবাদের ভিত্তিতে এক ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বৈশাখী রেস্তোরায় তৈরী খাবারের মধ্যে টিকটিকিসহ নোংরা খাবার পরিশেনের দায়ে রেস্তোরার শাহিন ও কাইয়ুম নামে দু’জনকে আটক ও রেস্তোরা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে দন্ডিত অপরাধী জরিমানার টাকা পরিশোধ করে মুক্তিলাভ করে। অভিযানে উপজেলা ইউএনও অফিসের কর্মকর্তাসহ কুলাউড়া থানা পুলিশ ফোর্স অংশ গ্রহন করে। ইউএনও জানান জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com