কুলাউড়ায় ৩ দিন ব্যাপী ২১ শে বইমেলার উদ্বোধন

February 20, 2018,

কুলাউড়া অফিস: “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভূলিতে পারি”। ভাষার মাসে কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমী এবং উপজেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে ৩দিন ব্যাপী ২১শে বইমেলার উদ্বোধন করেন প্রখ্যাত জিন বিজ্ঞানী ডঃ আবেদ চৌধুরী। ১৯ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৪টায় কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার চৌঃ মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে ও ডাঃ সুলতান আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মৌলভীবাজারের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ রুকন উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, প্রবীণ শিক্ষক মোঃ খুরশেদ উল্লাহ, কুলাউড়া বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলু, কুলাউড়া মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাৎ সেলিনা ইয়াছমিন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীম, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মবশ্বির আলী, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, যুগান্তর প্রতিনিধি মোঃ আজিজুল ইসলাম, দৈনিক নয়াদিগন্ত কুলাউড়া প্রতিনিধি ময়নুল হক পবন, সংগঠক ডাঃ হেমন্ত চন্দ্র পাল, শহীদুল ইসলাম তনয়, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সহকারী বার্তা সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, দৈনিক মৌমাছি কণ্ঠের স্টাফ রিপোর্টার মাহফুজ শাকিল, দৈনিক মানবকণ্ঠ কুলাউড়া প্রতিনিধি সেলিম আহমদ, দৈনিক শুভ প্রতিদিন কুলাউড়া প্রতিনিধি আব্দুল আহাদ, দৈনিক নতুন দিন কুলাউড়া প্রতিনিধি সুমন আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার ডাকের কম্পিউটার ইনচার্জ বিকাশ মল্লিক, দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার কুলাউড়া প্রতিনিধি রাহেলা সিদ্দিকা প্রমুখ।
উল্লেখ্য, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে ৩দিন ব্যাপী ২১শে বইমেলায় শিশু-কিশোরদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মধ্যে রয়েছে রচনা লিখন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চলচ্চিত্র প্রদর্শনী। বইমেলায় মোট ৮টি স্টল রয়েছে। স্টলগুলো হলো- বাংলাদেশ শিশু একাডেমী কুলাউড়া, প্রথমআলো বন্ধুসভা কুলাউড়া, ইসলামিক ফাউন্ডেশন কুলাউড়া, পুথিঘর লাইব্রেরী এন্ড ষ্টেশনার্স, আদর্শ লাইব্রেরী এন্ড ষ্টেশনার্স, ন্যাশনাল লাইব্রেরী এন্ড ষ্টেশনার্স, পপুলার লাইব্রেরী এন্ড ষ্টেশনার্স, কুতুবশাহ লাইব্রেরী এন্ড ষ্টেশনার্স। বইমেলা চলবে ২১ শে ফেব্রুয়ারি পর্যন্ত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com