জালালাবাদে সংবাদ প্রকাশের পর বড়লেখার গজভাগ প্রাইমারী স্কুল ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর

December 13, 2017,

আবদুর রব॥ বড়লেখার গজভাগ সরকারী প্রাইমারী স্কুলের শ্রেণী কক্ষের অভাবে দীর্ঘ ২ বছর প্রাক-প্রাথমিকের অর্ধশতধিক শিক্ষার্থীর পাঠদান চলছে স্কুলের খোলা মাঠে। ভবন সমস্যায় ৪ বছর ধরে অন্যান্য শ্রেণীরও স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে।
বছরের ২১ ফেব্র“য়ারী দৈনিক জালালাবাদসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে ‘বড়লেখার গজভাগ প্রাথমিক বিদ্যালয়ে মাঠে পাঠদান’ শিরোনামে সরেজমিন প্রতিবেদন ছাপা হলে প্রাথমিক শিক্ষা, প্রকৌশল বিভাগসহ সংশি¬ষ্টদের টনক নড়ে। উপজেলা প্রকৌশল বিভাগ স্কুল ভবনের ড্রয়িংসহ প্রাক্কলন তৈরী করে তা অনুমোদনের জন্য উর্ধতন দপ্তরে প্রেরণ করে। সংবাদ প্রকাশের প্রায় ১০ মাসের মধ্যেই সকল প্রক্রিয়া সম্পন্নের পর বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি স্কুলের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এতে সরকারের ব্যয় হচ্ছে ৭৫ লাখ টাকা। নতুন একাডেমিক ভবন নির্মাণের খবরে এলাকাবাসী, অভিভাবকমহল ও শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে আনন্দ-উচ্ছাস বিরাজ করছে।
স্কুল পরিচালানা কমিটির সভাপতি আফাজ উদ্দিন ভুট্টুর সভাপতিত্বে এম সামছুল হক ও যুবলীগ নেতা সোহেল আহমদের পরিচালনায় ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উপলক্ষে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হুইপ শাহাব উদ্দিন এমপি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ইউএনও মুহাম্মদ সোহেল মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভুষণ পাল, শিক্ষা অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন, আ’লীগ নেতা আমির উদ্দিন, ফজলুর রহমান, মোহাম্মদ বাবলু মিয়া, নজরুল ইসলাম ডেল, আব্দুল জব্বার, প্রধান শিক্ষক আপ্তাব আলী প্রমূখ।
জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ ইউপির গজভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০০৩ সালে নির্মিত ৪ কক্ষের টিনসেট ঘরের একটি কক্ষ কয়েক বছর পূর্বেই ডেমেজ হয়ে গেছে। একটি কক্ষে অফিস ও শিক্ষক মিলনায়তন। অপর ২ কক্ষে জোড়াতালি দিয়ে সকালের শিফটের তিনটি শ্রেণীর কার্যক্রম চালানো হয়। প্রাক-প্রাথমিকের অর্ধশতাধিক শিক্ষার্থীকে প্রায় ২ বছর ধরে রোদ বৃষ্টি মাথায় নিয়ে খোলা মাঠে পড়াতে হচ্ছে। বেশি ঝড়বৃষ্টি হলে ক্লাস বন্ধ করে ছাত্র-ছাত্রীদের বারান্দায় গাদাগাদি করে দাড়িয়ে রাখতে হয়। এ অবস্থায় নতুন ভবন নির্মাণ হলে ক্ষুদে শিক্ষার্থীদের দীর্ঘ দিনের দুর্ভোগের অবসান ঘটবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com