জুড়ীতে উপশম ডিজিটাল ডায়াবেটিক সেন্টারের উদ্বোধন

December 5, 2018,

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ডায়াবেটিক চিকিৎসা প্রতিষ্ঠান উপশম ডিজিটাল ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ নভেম্বর শুক্রবার সকাল ১০ ঘঠিকায় জাঙ্গিরাইস্থ ফয়েজ বিপনীতে উদ্বোধনী  দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জুড়ী উপজেলা দুর্নীতি  প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলামের সভাপতিত্বে প্রথমে ডায়াবেটিক সেন্টারের অন্যনম উদ্যোক্তা মাহবুবুল ইসলাম কাজল  প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন। এর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক হুমায়ুন রশীদ রাজী, জায়ফরনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান, জুড়ী ক্রিকেট এসোসিয়েশনের আহবায়ক এম এ আহাদ, বিশিষ্ট সাংবাদিক বদরুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী খুকু, পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সমছু মিয়া, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ মুজিবুর রহমান আজিজি, প্রথম আলোর প্রতিনিধি কল্যাণ প্রসুন চম্পু, জুড়ী উপজেলা স্কাউট কমিশনার রিংকু রঞ্জন দাস, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, জুড়ী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য জাকির হোসেন কালা, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক  প্রধান শিক্ষক খলিলুর রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, তৈয়বুন্নেছা খানম সরকারী কলেজের প্রভাষক অরুন চন্দ্র দাস, বিশিষ্ট ব্যাংকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমূল্য চন্দ্র দাস, জুড়ী নিউজের নির্বাহী সম্পাদক আল আমিন আহমদ,  প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা আমির হোসেনের ছেলে ইকবাল হোসেন প্রমুখ।

সবশেষে দোয়া মাহফিলের মাধ্যমে পতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। দোয়া মাহফিল পরিচলানা করেন জুড়ী জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম ও উপজেলা সদর জামে মসজিদের ইমাম জহিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com