জুড়ীতে ১৭২ বোতল অবৈধ ভারতীয় মদ জব্দ

February 18, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ জুড়ী উপজেলার ফুলতলা বিজিবি ১৭ ফেব্রƒযারি শুক্রবার ভোরে সীমান্ত এলাকা থেকে আড়াই লক্ষাধিক টাকার ১৭২ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ করেছে। দুপুরে বিজিবি আটক মাদকদ্রব্য মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা দিয়েছে।
বিজিবি সুত্রে জানা গেছে, জুড়ী ফুলতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সীমান্তের মেইন পিলার ১৮২৮ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের ধুলাই হাওর নামক স্থান থেকে বিজিবি ভারতীয় বিভিন্ন প্রকার ১৭২ বোতল অবৈধ মদ জব্দ করে। এসময় মাদক চোরাকারবারিরা পালিয়ে যায় বলে বিজিবি দাবী করেছে। জব্দ মাদকের সিজার মূল্য ২ লাখ ৫৮ হাজার টাকা।
৫২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল নিয়ামুল কবির সীমান্তে অবৈধ মদ আটকের সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত মাদকদ্রব্য মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com