জুড়ীতে ৭ম শিলা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

December 10, 2017,

বিশেষ প্রতিনিধি॥ স্বপ্নকুঁড়ি সমাজ কল্যাণ সংস্থার আওতায় শিলা মেধাবৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ৭ম বারের মত অনুষ্ঠিত শিলা মেধাবৃত্তি পরীক্ষার উপজেলার প্রায় ৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৪০৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা পরিদর্শন করেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী শফিক, প্রথম আলোর জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পুসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শন করতে আসা অতিথিবৃন্দ পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ও হল পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ ও শিলা মেধাবৃত্তি পরীক্ষার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শিলা মেধাবৃত্তির মত বড় পরিসরে পরীক্ষার সফল ও সুন্দরভাবে আয়োজনের জন্য পরীক্ষা নিয়ন্ত্রক ও জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাশকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, “স্বপ্নকুঁড়ি সমাজকল্যাণ সংস্থা” শিলা মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা ছাড়াও ছোট ধামাই আইডিয়াল একাডেমি ও বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পরিচালনা করে আসছে। সরকারি চাকুরীর পাশাপাশি এসব সমাজসেবা মূলক কর্মকান্ডে জড়িত থাকায় অতিথিবৃন্দ স্বপ্নকুঁড়ি সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক বিজয় রুদ্র পালকে আন্তরিক ধন্যবাদ জানান ও তার প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com