তথ্য অধিকার আইনসহ চারটি আইন সম্পর্কে নৃ-গোষ্ঠীর মাঝে জনসচেতনতা সৃষ্টিতে কমলগঞ্জে মতবিনিময় সভা

February 20, 2018,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে তথ্য অধিকার আইন, নাগরিক সনদ আইন, অভিযোগ প্রতিকার আইন ও শুদ্ধাচার কৌশল আইন সম্পর্কে নৃত-গোষ্ঠীর মাঝে জন সচেতনতা সৃষ্টির লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রিসার্চ এন্ড ডেভেলপম্যান্ট কালেক্টিভ সংস্থা (আরডিসি)-এর উদ্যোগে ১৯ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় মাধবপুর ইউনিয়নে মনিপুরী ললিতকলা একাডেমীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরডিসির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড: মেছবাহ কামালের সভাপতিত্বে ও মনিপুরী ললিতকলা একাডেমীর গবেষনা কর্মকর্তা প্রভাষ চন্দ্র সিংহের সঞ্চালনায় মূল বক্তব্য প্রদান করেন সংস্থার সম্পাদক জান্নাত-এ-ফেরদৌসী। এ মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড: শেখ আব্দুস সালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারপার্সন বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা, মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ও আদিবাসী নেতা জিডিশন প্রধান সুচিয়াং, বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিৎ সিংহ, মণিপুরী সমাজকল্যান সমিতির সভাপতি কমলাবাবু সিংহ, মণিপুরী যুবকল্যান সমিতির সভাপতি নিখিল কুমার সিংহ, শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, ধীরেন্দ্র কুমার সিংহ প্রমুখ।
মতবিনিময় সভার সভাপতি ড: মেছবাহ কামাল বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে সারা দেশে আরডিসি তথ্য অধিকার আইন, নাগরিক সনদ আইন, অভিযোগ প্রতিকার আইন ও শুদ্ধাচার কৌশল আইন এই চারটি বিসয়সে জনসজেতনতা সৃষ্টির লক্ষে কাজ করছে। তার ধারাবাহিকতায় সোমবার কমলগঞ্জের মনিপুরী ললিতকলা একাডেমীতে এ অঞ্চলের নৃ-গোষ্ঠীর মাঝে জনসচেতনতা সৃষ্টিতে এ মতবিনিময় সভা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com