প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ হলেন কুলাউড়ার রাজু

April 13, 2019,

এইচ ডি রুবেল॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ এর দায়িত্ব পেয়েছেন কুলাউড়া উপজেলার মো আবু জাফর রাজু।

সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু সকলের দোয়া চেয়ে বলেন- এমন এক সময় আমি এ দায়িত্ব পেলাম যখন সমগ্র জাতি অধীর আগ্রহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন এবং ২০২১ সালে বাংলাদেশের রজতজয়ন্তী পালনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

১১ এপ্রিল বৃহস্পতিবার জনপ্রাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে,রাজু কুলাউড়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এবং কুলাউড়া উপজেলার আলালপুর গ্রামের সাবেক এমপি মরহুম আব্দুল জব্বারের পুত্র এবং কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলামের বড় ভাই।

জনপ্রশাসন মন্ত্রনালয়ের ওই আদেশে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) গ্রেড-৬ ভুক্ত ৩৫৫০০-৬৭০১০ টাকা বেতন স্কেলের সর্বোচ্চ ধাপে ৬৭০১০ টাকা নির্ধারিত বেতনে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com