বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরের দাবিতে অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি

April 3, 2019,

নজরুল ইসলাম মুহিব॥ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মৌলভীবাজার জেলার কর্মচারী সংসদ সিবিএ, বি-১৯৯৩ এর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অবস্থান কর্মসূচী ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।

৩ এপ্রিল বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি দেন সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর বাস্তবায়নাধীন ১৫ টি প্রকল্প/কর্মসুচী একত্রিত করে বঙ্গবন্ধু দারিদ্র দূরীকরণ ফাউন্ডেশন এর পরিবর্তে রাজস্ব বাজেটসহ প্রকল্প/কর্মসূচীতে কর্মরত সকল জনবলের সমন্বয়ে বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রুপান্তরকরণে এবং সিবিএ কর্তৃক দাখিলকৃত সাত দফা দাবিতে তারা এই কর্মসূচী পালন করেন। সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাইদুল হক চৌধুরীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচী স্মারকলিপি প্রদানে অংশনেন বিশ্বজিৎ দত্ত, জাহিদা বেগম,বিমান রায়, স্বপন রায়, রুমা দে, ছবি রানী দেব, আবুল কালাম আজাদ, পূর্ণিমা চৌধুরূ, মোঃ জসিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com