বাহরাইনে প্রতারণার দায়ে মৌলভীবাজারে থেকে আটক : পাসপোর্ট ও ১৪টি কার্ড জব্দ

November 16, 2017,

স্টাফ রিপোর্টার॥ বিভিন্ন দেশের নাগরিকদের কাছ থেকে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে শ্রীমঙ্গল থেকে খালেদ আহম্মদ ওলিদ নামের এক ব্যক্তিকে মৌলভীবাজার জেলা পুলিশের সহযোগিতায় আটক করেছে ঢাকার সিআইডির বিশেষ টিম।
বুধবার ১৫ নভেম্বর সন্ধ্যায় ঢাকা সিআইডি অফিসার ইনচার্জ মোঃ আশরাফুজ্জামানরে নেতৃত্বে শ্রীমঙ্গল থেকে আটক করে একটি বিশেষ টিম। পরে তাকে নিয়ে আসা হয় মৌলভীবাজার শহরের রগুনন্ধন পুরের বাসায়। এসময় তার বাসার ভেতর তল্লাসি করে ১টি পাসপোর্ট, ১৪টি এটিএম কার্ড ও বাহরাইনের ন্যাশনাল কার্ডসহ একাধিক ভুয়া আইডি কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়।


খালেদ জেলার কমলগঞ্জ উপজেলার বকুল নগর গ্রামের সিকান্দর আলীর ছেলে। দীর্ঘদিন প্রবাসে থেকে প্রতারণা করে দেশে পালিয়ে আসেন।
ঢাকা সিআইডি অফিসার ইনচার্জ জানান, সে প্রবাসী বাঙ্গালীদের পাশাপাশি বাহরাইনের নাগরিকসহ বিভিন্ন দেশের মানুষের সাথে প্রতারণা করে পাসপোর্ট জালিয়াতি করে দেশে পালিয়ে আসে। দীর্ঘদিন আমরা দেশে ও বিদেশে গিয়ে এ বিষয়ে সরজমিনে তদন্ত করে তথ্য প্রমানের ভিত্তিতে তাকে আটক করি। তার বিরুদ্ধে দেশে বিদেশে একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য ২০১৬ সালে প্রতারণার অভিযোগ এনে তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ৪০৬- ৪২০ দ্বারায় মামলা করেন প্রবাসী বাঙালীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com