বড়লেখায় ‘গ্রাম আদালত সেবা’ সম্পর্কে র‌্যালী

November 13, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে ‘গ্রাম আদালত সেবা’ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালী করা হয়েছে। সুজানগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সহযোগিতায় এ র‌্যালীর আয়োজন করা হয়।
১৩ নভেম্বর সোমবার দুপুরে র‌্যালী শেষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন লিগ্যাল এইড এন্ড সার্ভিস ট্রাস্টের (ব্লাস্ট) জেলা সমন্বয়কারী একেএম মাহাতাব উদ্দীন, সুজানগর ইউপি সচিব শাহিন আহমদ চৌধুরী, উপজেলা সমন্বয়কারী রনজিৎ কুমার সেন, সাবেক ইউপি সদস্য লোকমান আহমদ, গ্রাম আদালত সহকারি আমজাদ হোসেন পাপলু, ইস্তিয়াকুর রহমান, সমাজসেবক লুৎফুর রহমান, হাফিজ উদ্দিন, ইব্রাহিম আলী, রাজেল সামস প্রমুখ। এদিকে রবিবার ১২ নভেম্বর উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে ‘গ্রাম আদালত সেবা’ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালী করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com