(ভিডিওসহ) মৌলভীবাজারে তিন দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

April 17, 2019,

স্টাফ রিপোর্টার॥ বর্ণাঢ্য র‌্যালি, সম্মেলন, সুরের মুর্ছনা ও উদ্বোধনের মধ্য দিয়ে মৌলভীবাজারে তিন দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে।

১৭ এপ্রিল  বুধবার দূপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে এটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন স্থল এম সাইফুর রহমান অডিটরিয়ামের প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

অডিটরিয়াম প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে তিন দিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ।  পরে এক আলোচনা সভা জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার সংরক্ষিত-আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, মুখ্য আলোচকের বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব)  আব্দুর রাজ্জাক ভূঞা,  জেলা পরিষদ চেয়ারম্যন ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আজিজুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনোরুল হক, নজরুল জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল খালিক, লেখক ও সাংবাদিক আকমল হোসেন নিপু সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক (উপসচিব) মোঃ আব্দুর রহিম।

১৭-১৯ এপ্রিল তিন দিন ব্যাপি সম্মেলনে থাকছে নজরুল-জীবন পরিক্রমা’ তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সুমাইয়া মুমিনও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com