ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

March 12, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা রোড,কামিনিগঞ্জ বাজার,পোষ্ট অফিস রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১২ মার্চ  মঙ্গলবার সকাল  থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সেনেটারী ইন্সপেক্টর আফসার আলী ও  জুড়ী থানার পুলিশ ফোর্স। অভিযানকালে ফুলতলা রোডের শ্যামলী ফুড-২ কে ১০ হাজার টাকা, কামিনিগঞ্জ বাজারের দি জালালাবাদ ফামের্সীকে ১০ হাজার টাকা, পোষ্ট অফিস রোডের মেসার্স লুৎফর ভেরাইটিজ স্টোরকে ৩ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন ওই অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও পাউরুটি দিয়ে নতুন করে পাউরুটি তৈরি করা,ঔষধের দাম কেটে নতুন দাম লেখা, নিন্ম মানের ফ্রিজে ঔষধ সংরক্ষণ করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com