ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক বাজার তদারকি অভিযান

June 3, 2018,

স্টাফ রিপোর্টার॥ পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে রাজনগর উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয় ।

৩ জুন রোববার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, ইফতারসহ অন্যান্য খাবার রাস্তার পাশে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর ভাবে বিক্রি করা, ওজনে কম দেওয়া, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, ঔষধের নির্ধারীত দাম কেটে বেশি দাম লেখা, মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা, অনুপম ফার্মেসীকে ২ হাজার টাকা, হেলালের সবজির দোকানকে ৮ শত টাকা, কাইয়ুম মিয়ার মুরগীর দোকানকে ৫ শত টাকাসহ মোট ৫ হাজার ৩ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন রাজনগর থানার পুলিশ ফোর্স।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com