মৌলভীবাজারের ঐতিহ্যবাহী মেলায় সাড়া পাচ্ছে মাটির তৈজসপত্র

January 17, 2019,

সাইফুল্লাহ হাসান॥ উপমহাদেশের অন্যতম সাধক হযরত সৈয়দ শাহ্ জালাল (রঃ) এর অন্যতম সহচর সৈয়দ শাহ্ মোস্তফা শের-ই সরওয়ার চাবুকমার (রঃ) এর দুইদিন ব্যাপী ৬৭৮ তম ওরুস মোবারক শুরু হয়েছে।

প্রতি বছরই ওরুস উপলক্ষে দরগাহ প্রঙ্গণসহ আশপাশের এলাকা জুড়ে দুই তিন দিন আগে থেকেই মেলার অয়োজন করা হয়ে থাকে।

এই মেলাকে কেন্দ্র করে  শাহ্ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এরাকা জুড়ে দোকানপাট বসে। বিরাজ কওে এক উৎসবের আমেজ। মেলায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি শিশুদের জন্য নানা ধরনের খেলনা,আসবাবপত্র ও হরেক রকমের খাবারের দোকান বসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেলায় নানা সামগ্রী নিয়ে আসেন দোকানিরা।

তবে এইবার মেলায় ঘুরতে আসা সব বয়সের মানুষকে হারিয়ে যাওয়া সেই মাটির জিনিসপত্রের দোকানে ভীড় করতে দেখা গেছে। মেলায় মাটির তৈরী তৈজসপত্রের মধ্যে রয়েছে পোড়ামাটির পানি পানের জগ-মগ,চায়ের কাপ,বিভিন্ন রকমের বাটি ও মাটির বল। আরও রয়েছে ফুলদানি,হাড়ি,সরা ও কলসিসহ হরেক রকমের ব্যবহারি জিনিসপত্র। এছাড়াও রয়েছে ছোট্ট শিশুদের মাটির তৈরী খেলনা সামগ্রী এরমধ্যে বিভিন্ন ধরনের পশু পাখি বাঘ,হাতি,ঘোড়া,ভাল্লুক,বানর। রয়েছে বিভিন্ন প্রজাতির মাছসহ মাটির তৈরী পুতুল। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে সম্পূর্ণ মাটির তৈরী ডিনার সেট।

সরেজমিন মেলায় গেলে দেখা যায়, মেলায় আসা লোকজন অন্যন্য সামগ্রী কিনলেও মাটির তৈরী কোন না কোন পণ্য কিনে বাসায় ফিরছেন। আর দোকানিরা ক্রেতাদের কাছে পণ্য সামগ্রী আকর্ষণীয় করে তোলার জন্য এসব পণ্যে বিভিন্ন রঙ্গে রঙ্গিন করেছেন হরেক রকমের।

মেলায় আসা শিক্ষর্থী আব্দুস সামাদ বলেন, মেলায় এসে অনেক কিছু দেখলাম তবে আকর্ষণীয় মাটির তৈরী জিনিসগুলো। তিনশত টাকা দিয়ে একটি মাটির পানি রাখার জগ কিনলাম। মূল্য বেশি হলেও জগটি অনেক সুন্দর করে নকশা দিয়ে তৈরী করা। আর মাটির পাত্রে পানি ঠান্ডা এবং ফ্রেশ থাকে।

হবিগজ্ঞ থেকে আসা একজন ব্যবসায়ী জানান, এইবার মেলায় দু‘দিনেই অনেক ধরনের মাটির তৈরী জিনিসপত্র বিক্রি করলাম। মানুষজন আসছে এবং দাম বেশি হলেও তারা এসব কিনছে। আর বাচ্চাদের পণ্য একটু বেশি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com