মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পর্যায়ের কারিগরি দলের পরিদর্শন

July 11, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর নাব্যতা ফিরিয়ে আনা, প্রতিরক্ষা বাঁধ সংস্কারসহ প্রতি বর্ষায় বন্যা সমস্যার স্থায়ী সমাধানে সরজমিন পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পর্যায়ের একটি কারিগরি দল।

১০ জুলাই মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ড গঠিত ১১ সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কারিগরি দল মৌলভীবাজারে শহর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন ঝঁকিপূর্ন স্থান পরিদর্শন করেছে। এছাড়া রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় মনু ও ধলাই নদীর বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করবে এই দল। মনু রিভার সিস্টেম উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য আগামী ৩০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিবেন তারা। এর ভিত্তিতে ডিপিপি তৈরী হবে। মনু ও ধলাই নদীর পানি বেড়ে ২৬ টি স্থানে বাঁধ ভেঙ্গে চার উপজেলায় ১৩ জুন থেকে সপ্তাহব্যাপী ভয়াভহ বন্যা দেখা দেয় মৌলভীবাজারে । এরপর গত ২ জুলাই কারন অনুসন্ধান ও সমাধানে ১১ সদস্য বিশিষ্ঠ কারিগরি টিম করেছে পানি উন্নয়ন বোর্ড।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com