রাজনগরে উন্নয়ন মেলা পরিদর্শণ করলেন অতিরিক্ত সচিব

October 6, 2018,

আউয়াল কালাম বেগ॥ রাজনগরে ‘৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮’ পরিদর্শণ করলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এম ডি মোঃ রবিউর রেজা সিদ্দিক। শুত্রুবার ৫ অক্টোবর সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে সরকারের বিশেষ রুটিন ওয়ার্ক এর অংশ হিসেবে তিনি এ মেলা পরিদর্শন করেন।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানাযায়, বাংলাদেশ সরকারের ‘ভিশন-২০২১’ এর আওতায় বহুমুখী উন্নয়ন কার্যক্রম জনগনের সামনে তুলে ধরা এবং সর্বস্থরের মানুষকে বিভিন্ন মুখী কাজে ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে সচেতনতার মাধ্যমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮’ আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজনগর উপজেলা প্রশাসন কর্তৃক উন্নয়ন মেলা-২০১৮ এর আয়োজন করা হয়েছে। গত ৪ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে  ৬ আক্টোবর শনিবার পর্যন্ত এ মেলা চলবে। জেলা ও উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা মনিটর করতে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়। এরই অংশ হিসেবে মৌলভীবাজার জেলার উন্নয়ন মেলা পরিদর্শণে আসেন সরকারের অতিরিক্ত সচিব এম ডি মোঃ রবিউর রেজা সিদ্দিক। গত ৫ অক্টোবর সকাল ১১টায় রাজনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত উন্নয়ন মেলার ৪২টি স্টল পরিদর্শণ করে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আছকির খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, অধ্যক্ষ মোঃ জিলাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জাফর আল সাদেক সহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com