রাজনগরে পুলিশের ওপর হামলা, ওসি শ্যামল বণিকসহ আহত ১৪, গাড়ি ভাংচুর

January 1, 2019,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সুনাটিকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল ঘোষণার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে রাজনগর থানা ওসি শ্যামল বণিক ও ওসি তদন্তসহ মোট ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত ওসি শ্যমল বণিকসহ ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি শামাল দিতে পুলিশ ৩০-৪০ রাউন্ড ফাকা গুলি ছুড়ে। এসময় হামলা চালিয়ে পুলিশের দুটি গাড়ি ভাংচুর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার সুনাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়। এ সেন্টারে মোট ভোট ২ হাজার ৭০৯টি। ভোটের ফলাফল ঘোষণার পূর্বেই ওই এলাকার এলাকাবাসী দেশিয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যমল বণিক, ওসি তদন্ত আবুল কালাম, সহকারী প্রিজাইডিং অফিসার মো. মোয়াজ্জেম হোসেন, এএসআই সবুজ মিয়া, এএসআই ইমাম হোসেন, কন্সটেবল কাউসার আলম, হিমেল, সেলিম আহমদ, শফিকুল ইসলাম, আনসার সদস্য রানী বেগম, মসুদ মিয়া, নাজমা বেগম, আসাদুজ্জামান খান রাসেল আহত হয়েছেন। গুরুতর আহত ওসি শ্যামল বণিক, ওসি তদন্ত আবুল কালাম কন্সটেবল কাউসার আলমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশের ওপর হামলার সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৩০-৪০ রাউন্ড ফাকা গুলি ছুড়ে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com