রাজনগরে সরকারি চাকুরীর ক্ষেত্রে ৩০% কোটার দাবীতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিবাদ সমাবেশ

April 11, 2018,

আউয়াল কালাম বেগ॥ সরকারি চাকুরীসহ ভিন্ন প্রতিষ্ঠানে চলমান ৩০% কোটা বহাল রাখার দাবীতে রাজনগরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের  প্রতিবাদ সমাবেশ ও র‌্যালি এবং  প্রধানমন্ত্রির বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।

১০ ্এপ্রিল মঙ্গলবার বেলা দুটার সময় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের একটি র‌্যালি  উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন করে একই স্থানে  এসে শেষ হয়। মিছিলে কোটা সংস্কারের দাবীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা সন্তান অনুপম দাসের সঞ্চালনায় এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সজল চক্রবর্তী, ডেপুটি কমান্ডার হাজী কুতুবুর রহমান, রামলাল রাজভর, জাতীয় সমাজকান্ত্রিক দল জাসদ নেতা যুক্তরাস্ট প্রবাসী নুরে আলম গেদু ও উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল কাদির ফৌজী প্রমুখ। বক্তারা স্বাধীনতা বিরোধী চক্রের মদদে জাতির জনক বঙ্গবন্ধুর ঘোষিত সরকারি চাকুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রচলিত ৩০% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে তথাকথিত আন্দোলনের নামে দেশে নৈরাজ্যে সৃষ্টি করে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায় । বক্তারা ভিসির বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনার  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সমাবেশ শেষে বিকেণ ৫টার দিকে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবর স্বারকলিপি প্রদান করেন। উক্ত স্বারক লিপিতে মুক্তিযোদ্ধা সন্তানদের ও তাদের নাতি নাতনীদের ক্ষেত্রে সরকারি চাকুরী সহ ভিন্ন প্রতিষ্ঠানে ৩০% কোটা বহাল রাখার দাবী জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com