রাজনগরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক বৃদ্ধার লাশ উদ্ধার

December 5, 2018,

রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবজারের রাজনগরে উপজেলা হাসপাতালে এক বৃদ্ধা রোগী চিকিৎসা নিতে এসে নিজের প্রান নিয়ে আর বাড়ি যাওয়া হলো না। তিনি লাশ হয়ে  ফিরলেন বাড়িতে। দুর্ঘটনাবশত কারনে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।  বৃহস্পতিবার রাতে তিনি নিঁখুজ হন। শুক্রবার সকালে হাসপাতাল ক্যাম্পাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে হাসপাতালের দু’তলার ব্যাললকনি থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। পাশবর্তী রোগীরা জানান বিছানা  থেকে রাত এগারোটায় তিনি নিখোঁজ হয়েছেন। ওই সময় বিষয়টি  জরুরী বিভাগে জানানো হয়েছে। শুক্রবার সকালে দু”তলার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতাল সুত্রে জানাগেছে রাজনগর উপজেলার বানারাই গ্রামের মৃত মইন উদ্দিনের স্ত্রী শিরিবান বিবি-(৬৫) গত বৃহস্পতিবার ২৯ নভেম্বর জ্বরে আক্রান্ত হয়ে রাজনগর হাসপাতালে ভর্তি হন। রাত ১১টার পর  থেকে তাকে রোগির বিছানায় না দেখে মহিলা ওর্য়াডের পাশবর্তী বিছানার রোগিরা বিষয়টি কর্তপক্ষকে জানান। এ ব্যাপারে জরুরী বিভাগে দায়িত্বরত সাব এসিসটেন্ট কমিনিটি মেডিকেল অফিসার উজ্জল দাস জানান, আমরা বিষয়টি জানার পর খোজ করেছি। সকালে তার মরদেহ হাসপাতাল ক্যাম্পাসে পড়ে থাকতে দেখা গেছে। ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসারের সম্পা রানী পাল এর সাথে কথা বললে তিনি বলেন ব্যালকনি থেকে পড়ে যাওয়ার কোন সুযোগ নেই। ধারনা করা হচ্ছে সকাল বেলা বাহিরে গিয়ে কোন দূর্ঘনাবশত কারনে তার মৃত্যু হতে পারে। আমরা তাকে উদ্ধার করে জরুরী বিভাগে নিয়ে আসি। কিন্তু ততক্ষনে সে মৃত্যুর কুলে ঢলে পড়েছে। লাশ তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে স্থানীয় অনেকে বলেছেন তিনি একজন মানসিক রোগী। মানসিক সমস্যার কারণে তিনি নীচে পড়ে মারা যেতে পারেন। রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ শুক্রবার রাতে বলেন, বিষয়টি আমি এখনো শুনিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com