শাপলা ফুল—————–

November 27, 2018,

ওগো আমার শাপলা সোনা

কেন মুচকি তুমি হাসো

নীলের নিচে বিলের মাঝে

কেন পসরা মেলে সাঁজো ।

স্বাধীন দেশের স্বাধীন জমিন

পেয়ে মুক্ত বাতাস আলো

মনের সুখে রঙিন দেহে

এলোমেলো তাই নাচো ।

স্বাধীন চেতার স্বপন ওগো

তুমিও বুঝি সদা দেখো

জলের বুকে তাই বীরের মত

মাথা উঁচিয়ে তুমি বাঁচো ।

ওগো আমার শাপলা সোনা

কেন মুচকি তুমি হাসো

নীলের নিচে বিলের মাঝে

কেন পসরা মেলে সাঁজো ।

 

জাতীয় পাখি দোয়েল——————–

গাছে গাছে, নেঁচে নেঁচে

গায় দেশেরই গান ,

তার শিসে, তার সুরে,

জুড়িয়ে যায় প্রাণ ।

সাদা-কালো কতো ভালো

ভীষণ সুন্দর লাগে,

তারে দেখলে দেশের কথা

সবার মনে জাগে ।

শান্ত পাখি, গানের পাখি

সাহসেও ভরা বুক,

চালচলনে স্বাধীনচেতা

বাংলাদেশেই তার সুখ ।

এই পাখিটি দোয়েল পাখি

জাতীয় পাখি মোদের,

নিরুপোদ্রপতার প্রতীকও সে

প্রতীক স্বকীয়তা বোধের ।

 

জাতীয় পশু বাঘ———————–

আমাদের জাতীয় পশু বাঘ,

রয়েল বেঙ্গল টাইগারও বলে ।

বনে জঙ্গলে বাস তার,

মাথা উঁচিয়ে সদা চলে ।

চোখ জ্বল জ্বল করে, হলদে,

কালো ডোরা কাটা গায়,

হালুম বলে ডাকলে বনের রাজা,

ভয়ে সব পালিয়ে যায় ।

শক্তির প্রতীক, সাহসের প্রতীক

আদর করে মামা ডাকি,

বাঙালিরাও সাহসী জাতি,

এ কথাটি আমি মনে রাখি ।

 

জাতীয় মাছ——————-

মাছের রাজা ইলিশ হলো

জাতীয় মাছ মোদের ।

এমন স্বাদের মাছ-

আছে কি তোদের ?

ভাজা-রান্না দুভাবেই

খেতে দারুন মজা

পহেলা বৈশাখে খাই

পান্তা-ইলিশ ভাজা ।

সরষে-ইলিশ আরো দারুন

মামনি দেয় রেধে বেশ ।

খিচুড়ির সাথে খেলে পরে

থেকে যায় তার রেশ !

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com