শীতকালের টানা বৃষ্টিতে মৌলভীবাজারের জনজীবন বিপর্যস্ত

December 10, 2017,

আশরাফ আলী॥ বঙ্গোপসাগরের সৃষ্ট নি¤œচাপের প্রভাবে শুক্রবার রাত থেকে টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। কুয়াশা না থাকলেও শীতের আগমনী বার্তা বয়ে এনেছে বৃষ্টি। হেমন্তের শেষ আর শীতের শুরুর মৌসুমে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন অফিসগামী কর্মকর্তা ও কলেজগামী শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
শুক্রবার থেকে এ রিপোর্ট লিখা পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি। বৃষ্টির কারণে বাসা-বাড়িতে অবস্থানরত মানুষেরা ঘরের ভেতর বন্দি হয়ে পড়েছেন।
বৃষ্টিতে বোরো ধানের বীজতলা, শীতকালীন সবজির উপকার হলেও আলু ক্ষেতের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। বৃষ্টির কারণে হেমন্তের ফসলি জমির ধান কেটে বাড়িতে এনে গোলায় তুলতে পারছেন না কৃষকরা। ফলে দূর্ভোগে পড়েছেন কৃষক-কৃষাণীরা।
সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের শীতকালীন সবজি চাষী মোঃ আব্বাস উদ্দিন বলেন, বৃষ্টিতে অন্য সকল সবজির উপকার হলেও আলুর ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। এভাবে বৃষ্টি হলে সমস্ত আলু নষ্ট হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com