শ্রীমঙ্গলে পুষ্ঠি বিষয়ক সচেতনতামুলক ওরিয়েন্টেশন

June 28, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে কৈশোরকালীন পুষ্ঠি বিষয়ক সচেতনতামুলক ওরিয়েন্টেশন। বৃহস্পতিবার ২৮ জুন সকালে শহরের বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের হল রুমে জাতীয় পুষ্টি সেবা কর্তৃক পরিচালিত বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের সহযোগীতায় এ ওরিয়েন্টেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল ওয়াদুদ, বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সায়েক আহমদ। শিক্ষার্থীদের নিয়ে ওরিয়োন্টেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার সানজিব আহমেদ তালুকদার ও প্রজেক্ট অফিসার মাসুদ হাসান ।

প্রোগ্রামে বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীদের কৈশোরকালীন সমস্যা ও প্রতিকারের বিষয়ে সচেতনতামুলক আলোচনা করা হয়। এ সময়  শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের বিষয় নিয়ে মুল্যায়ন পরীক্ষা নেওয়া হয়।পরে তাদের মাঝে শিক্ষাউপকরণ ও সাবান বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com