সিলেটের মানুষ আত্মীতীয়তা পরায়ন, তাই বঙ্গবন্ধু বার বার ছুঠে আসতেন সিলেটে -শেখ মামুনুল হক মামুন

February 23, 2019,

বিকুল চক্রবর্তী॥ সিলেটের মানুষ আত্মীতীয়তা পরায়ন, তাদের ব্যবহার অমায়িক তাই বঙ্গবন্ধু বার বার ছুঠে এসেছেন সিলেট বিভাগে। মৌলভীবাজারের জুড়ি উপজেলার বিশ্বনাথপুরে বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ আব্দুর রফিক আমন্ত্রনে বেড়াতে এসে এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও  প্রাধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য বিশিষ্ট শিল্পপতি ও  সমাজ হৈতষী শেখ মামুনুল হক মামুন। তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো তিনিও মুগ্ধ সিলেটবাসীর ভালোবাসায়। এ সময় তিনি বলেন, রাস্ট্রকে এগিয়ে নিতে হলে প্রয়োজন একটি সৎ রাস্ট্র ব্যবস্থা ও সুষ্ঠ পরিকল্পনার।  যা বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া এ জাতিকে দিয়ে যাচ্ছেন।  উনার সততায় কোন সন্দেহ নাই, দেশ প্রেমে কোন ঘাটতি নাই। এই বাংলাদেশের মানুষের মুখে হাঁসি ফোটানোর জন্য তিনি নিরলস চেষ্টা করে যাচ্ছেন।

২৩ ফেব্রুয়ারী শনিবার বিকেল সাড়ে ৫টায় জুড়ি উপজেলার বিশ্বনাথ পুরে সৈয়দ আব্দুর রউফ ও ফাতেমা বেগম চৌধুরী উলুম মাদ্রাসা মাঠে শেখ মামুনুল হককে দেয়া এ সংর্বধনা প্রদান অনুষ্ঠানে আরো বক্তব্যদেন দোবাই প্রবাসী দানশীল ব্যাক্তিত্ব সৈয়দ আব্দুর রফিক নাজমু, জুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলসানারা মিলি, ভাইস চেয়ারম্যান কিশোর রায় মনি, ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জনা সিংহা প্রমূখ। পরে জুড়ির পূর্ব বাছির পুরের বাংলাবাড়ীতে তাঁর সম্মানে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com