সিলেট অঞ্চলের বন্যা প্রতিরোধের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

March 4, 2018,

ওমর ফারুক নাঈম॥ বৃহত্তর সিলেট অঞ্চলের হাওর এলাকায় আগাম বন্যা প্রতিরোধে বাধ নির্মাণ ও খাল-নালা সংস্কার এবং পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্ট জেলা শাখা।

রবিবার ৪ মার্চ সকালে মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সংগঠক মঈনুর রহমান মগনু এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব মুজাহিদ আহমদ, হাওড় রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, সদস্য গোলাম মুহিদ মধু, আলমগির হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাধরণ সম্পাদক বিশ্বজিৎ নন্দী, সদস্য রাজীব সূত্রধরসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com