জুড়ীতে জামাত-শিবির ও যুবলীগের সংঘর্ষে আহত ৬

July 17, 2013,

জুড়ী উপজেলার সগরনাল ইউনিয়ন এলাকায় হরতালের সমর্থনে পিকেটিংকালে গাড়ি চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে জামাত-শিবিরের পিকেটারদের সঙ্গে যুলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ১৭ জুলাই বুধবার দুপুর ১টায় কলাবাড়ীবাজার এলাকায় ঘটে। আহতরা হচ্ছেন শাফিকুর রহমান (২০), মইনউদ্দিন (৩০), আবদুল হালিম (২৫), বারহান উদ্দিন (২৮),আবদুল হামিদ (৩০) রাসেল আহমদ (৩০)। তাদেরকে জুড়ী উপজেলার প্রাইভেট ক্লিনিকে ভর্ত্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্যাক্সি ক্যাব কলাবাড়ী বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় পিকেটাররা বাধা দেয়। এতে ট্যাক্সি ক্যাব চালকের সঙ্গে পিকেটারদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ট্যাক্সি ক্যাব চালকের পক্ষ নিয়ে যুবলীগ কর্মীরা পিকেটারদের ধাওয়া করে। এ সময় পিকেটাররাও পাল্টা ধাওয়া করে। এতে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জুড়ী উপজেলার সগরনাল ইউনিয়ন এলাকায় হরতালের সমর্থনে পিকেটিংকালে গাড়ি চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে জামাত-শিবিরের পিকেটারদের সঙ্গে যুলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ১৭ জুলাই বুধবার দুপুর ১টায় কলাবাড়ীবাজার এলাকায় ঘটে। আহতরা হচ্ছেন শাফিকুর রহমান (২০), মইনউদ্দিন (৩০), আবদুল হালিম (২৫), বারহান উদ্দিন (২৮),আবদুল হামিদ (৩০) রাসেল আহমদ (৩০)। তাদেরকে জুড়ী উপজেলার প্রাইভেট ক্লিনিকে ভর্ত্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্যাক্সি ক্যাব কলাবাড়ী বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় পিকেটাররা বাধা দেয়। এতে ট্যাক্সি ক্যাব চালকের সঙ্গে পিকেটারদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ট্যাক্সি ক্যাব চালকের পক্ষ নিয়ে যুবলীগ কর্মীরা পিকেটারদের ধাওয়া করে। এ সময় পিকেটাররাও পাল্টা ধাওয়া করে। এতে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাহবুবুর রহমান রাহেল॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com