পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

January 22, 2019,

জনি বেগম/পলি রানী॥  দেশের পরিকল্পিত পরিবার গঠনে সরকারের পাশাপাশি কাজ করছে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান।

ধরাবাহিকতায় ইউ কে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্ট (ডিএফআইডি) অর্থায়নে, কারিগরি সহযোগিতায় বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশনস (বিএনএনআরসি) ও আইপাস বাংলাদেশ বাস্তবায়নে কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ এফ এম ৯৯.২ মৌলভীবাজারের আয়োজনে ২২ জানুয়ারি মঙ্গলবার মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের কিত্তার মহল গ্রামে সক্ষম দম্পতি ও কিশোর কিশোরিদের নিয়ে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়কউঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । রেডিওপল্লী কণ্ঠের উপস্থাপক নীলিমা আক্তারের উপস্থ’াপনায় উঠান বৈঠকে উপস্থি’ত ছিলেন কিত্তার মহল শ্রোতাক্লাবের সদস্যবৃন্দরা। আরও উপস্থিত ছিলেন রেডিওপল্লী কণ্ঠের প্রোগ্রাম উপস্থাপক আনোয়ার হোসেন রিমন নিউজ উপস্থাপক পিংকি রানী দাস।

উঠান বৈঠকে পরিবার পরিকল্পনার দীর্ঘ মেয়াদী ও স্থায়ী পদ্ধতি, কিশোর কিশোরিদের প্রজনন স্বাস্থ্য সর্ম্পকে আলোচনা করা হয়।

উল্লেখ্য, পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক ম্যগাজিন অনুষ্ঠান সুরক্ষা নিয়মিত প্রচারিত হচ্ছে এছাড়াও রেডিওপল্লী কন্ঠের স্টুডিওতে ফোন লাইভ পরিবার পরিকল্পনা বিষয়ক টকশো সুরক্ষা এর মাধমে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com