রাজনগরে মেধা-সংস্কৃতি বিকাশ পরিষদ কর্তৃক মেধা যাচাই পরিক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

November 18, 2018,

আউয়াল কালাম বেগ॥ রাজনগরে মেধা-সংস্কৃতি বিকাশ পরিষদ র্কতৃক মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্টান ২০১৮জেলা পরিষদ অডিটরিয়ামে   অনুষ্টিত হয়েছে । শনিবার ১৭ নভেম্বর  মেধা-সংস্কৃতি বিকাশ পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ ইকবাল এর সভাপতিত্বে এবং রাজনগর সরকারী কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের শাহানারা রুবী ও রেজওয়ানুল হক পিপুলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান , প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক জায়েদা শারমিন । বিশষে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শশাংক শেখর ঘোষ স্মৃতি সংসদের  সম্পাদক  সুভাষ চন্দ্র ঘোষ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আছকির খান,রাজনগর সরকারী কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন, মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান,  অঃ শিক্ষক বিজয় কৃঞ্চ ধর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগটনিক সম্পাদক ফয়ছল আহমদ তায়েফ, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর ওয়েলফেযার সোসাইটির সভাপতি ছালিক আহমদ ছিদ্দিকি  মেধা ওসাংস্কৃতি বিকাশ পরিষদের সহ সভাপতি সুনাউর রহমান সুনা ও আমেরিকা প্রবাসী নুরে আলম জিকু  প্রমুখ । উল্লেখ রাজনগর ওয়েলফেযার সোসাইটি ইউকে এর র্আথিক সহযোগিতা এবং শশাংক শেখর ঘোষ স্মৃতি সংসদ ও মোঃ মোস্তাক মিয়া ইউএসএ এর সৌজন্যে উপজেলার ১৮টি স্কুলের নবম ও দশম শ্রেণীর ১৮০ জন অংশগ্রহণকারীর মধ্যে থেকে মূল র্পবে ৬৮ জন মেধাবীকে মেধা সনদ ও পুরস্কার প্রদান করা সহ ২২ জন শীর্ক্ষাথিকে নগদ ৫০০ টাকা করে দেয়া হয় ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com