শ্রীমঙ্গলে ৭ই মার্চ, ২৫ মার্চের গণহত্যা, ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান

March 24, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধাদের কন্ঠে ৭ই মার্চ, ২৫ মার্চের গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্টান। এসময় একাত্তুরের বীর মুক্তিযোদ্ধারা শিক্ষার্থীদের ঐতিহাসিক দিনগুলোর বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়।

রোববার ২৪ মার্চ সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে শহরতলীর দেববাড়ি এলাকার সেন্ট মার্থাস্ স্কুল প্রাঙ্গনে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় শিক্ষার্থীদের ৭ই মার্চ, ২৫ মার্চের গণহত্যা, ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্টানে শিক্ষার্থীদের উদেশ্যে ঐতিহাসিক দিনগুলোর বিভিন্ন ঘটনা তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা সাইয়্যিদ মুজিবুর রহমান।  এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুন, বীর মুক্তিযোদ্ধা কিরণ রোজারিও। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরী মাগ্রেট রিবেরু।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com