ইউপি নির্বাচন-২০১৬ (৫ম দফা) প্রতীক বরাদ্দের পর কমলগঞ্জে ৯ টি ইউনিয়নে প্রচারনা শুরু

May 14, 2016,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ২৮ মে ৫ম ধাপে অনুষ্টেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে শুক্রবার প্রতীক বরাদ্দের পর বেলা ২টা থেকে শুরু হয়েছে প্রচার-প্রচারণা। কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৫৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় রয়েছেন।
প্রতীকপ্রাপ্ত চেয়ারম্যানরা হচ্ছেন ১নং রহিমপুর ইউনিয়নে আওয়ামীলীগের ইফতেখার আহমেদ বদরুল (নৌকা) ও বিএনপির সাজিম আহমেদ তরফদার (ধানের শীষ), ২নং পতনঊষার ইউনিয়নে আওয়ামীলীগের ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু (নৌকা), বিএনপির অলি আহমদ খান (ধানের শীষ), জাতীয় পার্টির জরিফ হোসেন জাহিদ (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মাহমুদুর রহমান বাদশা মোটর সাইকেল), বদরুজ্জামান চৌধুরী (চশমা), শেখ আসাদুজ্জামান চৌধুরী (আনারস) ও আজিজ চৌধুরী (ঘো[ড়া), ৩নং মুন্সীবাজার ইউনিয়নে আওয়ামীলীগের আব্দুল মোতালিব তরফদার (নৌকা), বিএনপির শফিকুর রহমান চৌধুরী (ধানের শীষ), বিদ্রোহী আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী মাজেদা কোরেশী (আনারস) ও রফিকুল হক (মোটর সাইকেল), ৪নং শমশেরনগর ইউনিয়নে আওয়ামীলীগের জুয়েল আহমদ (নৌকা), বিএনপির আব্দুল মোহিত (ধানের শীষ), বিদ্রোহী আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুল গফুর (আনারস), বিদ্রোহী বিএনপির স্বতন্ত্র প্রার্থী এনামুল হক শামীম (চশমা) ও বিদ্রোহী বিএনপির স্বতন্ত্র প্রার্থী আহমদুর রহমান (মোটর সাইকেল), ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামীলীগের আব্দুল হান্নান (নৌকা), বিএনপির গোলাম কিবরিয়া শফি (ধানের শীষ), জাতীয় পার্টির আব্দুল আজিজ (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম সফি (আনারস) ও বিদ্রোহী আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী রহিম হোসেন (মোটর সাইকেল), ৬নং আলীনগর ইউনিয়নে আওয়ামীলীগের ফজলুল হক বাদশা (নৌকা), বিএনপির এডভোকেট আব্দুল আহাদ (ধানের শীষ), জাতীয় পার্টির আব্দুস সালাম (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক শাহীন মিয়া (স্বতন্ত্র), ৭নং আদমপুর ইউনিয়নে আওয়ামীলীগের সাব্বির আহমদ ভূঁইয়া (নৌকা), বিএনপির আবদাল হোসেন (ধানের শীষ), বিদ্রোহী আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী হাজির বক্স (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই (আনারস), ৮নং মাধবপুর ইউনিয়নে আওয়ামীলীগের আসিদ আলী (নৌকা), বিএনপির এম এম হারুনুর রশীদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী পুষ্প কুমার কানু (সিএনজি) ও কমলা বাবু সিংহ (আনারস), ৯নং ইসলামপুর ইউনিয়নে আওয়ামীলীগের সুলেমান মিয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল হান্নান (আনারস)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com