কুলাউড়ায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

January 22, 2018,

কুলাউড়ায় প্রতিনিধি॥ বাংলাদেশ শিশু একাডেমী কুলাউড়া শাখার আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৮ ইং এর পুরস্কার ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে।

২১ জানুয়ারি রবিবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে পুরস্কার বিতরণের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাদি উর রহিম জাদিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল বাসার। কুলাউড়া শিশু একাডেমীর শিক্ষিকা কুসুম কলির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নুরুল মাহমুদ ভূঁইয়া, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মোঃ আব্দুল মুক্তাদির তোফায়েল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সেলিনা ইয়াসমিন, এম এ গণি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মোছাৎ সাবিনা ইয়াসমিন, কুলাউড়া উপজেলা প্রোগ্রাম অফিসার (উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো) মোঃ নুরুল¬াহ, ইউনাইটেড কুলাউড়া ওয়েলফেয়ার ট্রাস্টের কো- ফাউন্ডার মাহফুজ শাকিল। এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুস সোবহান, কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফাহমিদা চৌধুরী, কুলাউড়া শিশু একাডেমীর শিক্ষিকা সেবিন আক্তার সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। সভা শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র/ছাত্রীদের হাতে উপস্থিত সকল অতিথিবৃন্দ পুরস্কার ও সনদ তুলে দেন। উলে¬খ্য, ২০  জানুয়ারী শনিবার সকাল ৯টায় কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র-ছাত্রীদের নিয়ে তিনটি বিভাগে ছড়া গান, দেশাত্ববোধক সংগীত, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, উচ্চাংগ সঙ্গীত, মণিপুরী নৃত্য, কথক নৃত্য, ভরত নাট্যম, সৃজনশীল নৃত্য (সাধারণ), লোকনৃত্য এবং ২১ জানুয়ারী সকাল ৯টায় তিনটি বিভাগের মধ্যে চিত্রাঙ্কন, বাঙ্গালীর উৎসব ও উন্নয়নে বাংলাদেশ, ক্বেরাত, হামদ/নাত, সকাল ১০টায় বিজ্ঞান যন্ত্রের উদ্ভাবন, উপস্থিত বক্তৃতা, শিশু সাহিত্য ধারাবাহিক গল্প বলা, রচনা বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো, উপস্থিত অভিনয়, কবিতা আবৃত্তি, সকাল ১১টায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বালক-বালিকাদের ১০০ মিঃ দৌড়, দাবা, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com