মৎস্য সপ্তাহ উপলক্ষে শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে মতবিনিময়

July 18, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গলে বিভিন্ন হাওড়-পুকুর-খাল-ডোবায় গত অর্থ বছরে ৮ হাজার ৭০৮.১০ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। এই উৎপাদনের বিপরীতে চাহিদার পরিমান ছিল ৬ হাজার ৯৬৪.৭৪ মেট্রিক টন মাছ। ফলে ২০১৭-২০১৮ অর্থ বছরে শ্রীমঙ্গলে মাছের চাহিদা পূরণ করে উদ্বৃত্ত ১ হাজার ৭৪৩.৩৬ মেট্রিক টন মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত সাংবাদিকদের সাথে ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

বুধবার ১৮ জুলাই সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাবে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সহিদুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী সন্তোষ রঞ্জন দত্তসহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com