রাজনগরে ড্রাইভিং শিখতে সরকারি এ্যম্বুলেন্সের বারটা বাজালেন স্টোরকিপার

January 12, 2019,

আউয়াল কালাম বেগ॥ রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্স এর এ্যম্বুলেন্স দিয়ে ড্রাইভিং শিখতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুছড়ে যায় চলমান এ্যম্বুলেন্স। ঘটনাটি ঘটান হাসপাতালের ষ্টোর কিপার অচিন্ত। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত এ্যম্বুলেন্সটি রাতেই  ট্রাকে তোলে সরিয়ে নেয়া হয়েছে অন্য স্থানে। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এ্যাম্বুলেন্স চালক আলাউদ্দিন। সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সে আরো একটি এম্বুলেন্স যোগ হওয়ায় তিনি নতুন এম্বুলেন্সটি চালাচ্ছেন। ২২শ সিসির এ্যম্বুলেন্সটি চালাচ্ছেন আউট সোর্সিংয়ের চালক নিয়োগপ্রাপ্ত ড্রাইভার সুমন। তাকে কয়েকদিন থেকে ড্রাইভিং শিখতে অনুরুধ করছিলেন স্টোরকিপার অচিন্ত কুমার দাস। ১০ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে শখের বসে ড্রাইভিং শিখতে গিয়ে হাসপাতাল কম্পাউন্ডের ভীতরে গাছের সাথে ধাক্কা লেগে এতে দুমড়ে-মুচড়ে যায় হাসপাতালের এ্যাম্বুলেন্সটি (গাড়ি নং ঢাকা মেট্রো-ছ-৭১-০৩১৮)। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষকের অগোচরে ট্রাক দিয়ে এ্যাম্বুলেন্সটি নিয়ে যাওয়া হয়েছে কোন গ্যারেজে। বিষয়টি জানার পর উপজেলার সর্বস্থরের মানুষ ক্ষোব্ধ হয়ে উঠেন। মুচড়ে যাওয়া এ্যাম্বুলেন্সের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার পর তা ভাইরাল হয়।

ড্রাইভার সুমন আহমদ জানান, সে কয়েকদিন থেকে ড্রাইভিং শিখার জন্য বলছিল। সে ড্রাইভিং শিখতে গিয়ে এমন ঘটনা ঘটেছে।

এবিষয়ে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডাক্তার বর্ণালী দাস বলেন ঘটনাটি আমি শুনেছি হাসপাতালে এসে পরবর্তী ব্যাবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com